সারা বিশ্ব চেনে তাকে। অথচ গত দুমাস ধরে কোন খোঁজ মিলছে না শিল্পপতি তথা আলিবাবা ও অ্যান্ট গ্রুপের মালিক জ্যাক মা'র। কোথায় গেলেন জ্যাক? অনেকেরই আশঙ্কা, চীনের জিংপিং সরকারের সমালোচনা করাতেই রাষ্ট্রের রোশে পড়েছেন তিনি এবং তারপর থেকে তাকে দেখা যাচ্ছে না। জাকির খোঁজ না মিললেও তার সংস্থাগুলি বহাল তবিয়তেই চলছে।

যদিও তিনি শিল্পপতি হলেও গোটা বিশ্ব জুড়ে বিভিন্ন অনুষ্ঠানে বক্তৃতা ডাক পড়ে জ্যাক মায়ের। তার অনুপ্রেরণামূলক বক্তৃতা জনপ্রিয়তা রয়েছে সর্বস্তরে।আর সেই বক্তৃতা দিতে গিয়েই কত বছর সাহিত্যে একটি অনুষ্ঠানে সুদখোর আর্থিক নিয়ন্ত্রক পাবলিক সেক্টরের তীব্র সমালোচনা করেছিলেন। শুধু তাই নয়,বিশ্ব ব্যাংকের বিভিন্ন নিয়মকে বয়স্কদের ক্লাব বলে কটাক্ষ করেছিলেন তিনি। কিন্তু শুধু সমালোচনা তাই থেমে থাকেননি তিনি। সরকারের কাছে আবেদন করেন যাতে এই ব্যবস্থা পরিবর্তন আনা হয়।
িন্তু তার এই সমালোচনাকে ভালোভাবে নেননি চীনের সরকার। তারপরই রাষ্ট্রের রোশের মধ্য পড়েন। অভিযোগ জ্যাক মার সমালোচনাকে চীনের কমিউনিস্ট পার্টি ব্যক্তিগত আক্রমণের পর্যায়ে বলে মনে করতে থাকে। তারপরই জাকির বিভিন্ন ব্যবসায়ী শুরু হয় রাষ্ট্রের তদন্ত। গত বছর নভেম্বরে জ্যাকেঅ্যান্ট গ্রুপের  ৩৭ বিলিয়ন ডলারের আইপিও নিষিদ্ধ করার আদেশ আসে সরাসরি চীনা প্রেসিডেন্ট জিনপিংয়ের তরফ থেকে। ক্রিসমাসের আগেই সরকারের তরফে জানানো হয়, আলিবাবার বিরুদ্ধে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত দেশের বাইরে পা রাখতে পারবেননা জ্যাক মা। তারপর থেকে নিখোঁজ তিনি।


আরও পড়ুন:শেষমেষ অপেক্ষার অবসান!২৬-শে জনুয়ারি আসছে FAU-G
শুধু তাই নয় তার নিজের জনপ্রিয় শোতেও বিচারকের আসনে বসেছেন না। এরপর আন্তর্জাতিক সংবাদমাধ্যম প্রশ্ন তুলছে, তবে কি জিনপিং সরকার গৃহবন্দি করেছে জ্যাক মা কে? চীনের এক সংবাদমাধ্যমও জানিয়েছেন, শেষ দু মাস জ্যাক দেশের কোন অনুষ্ঠানে অংশ নেন নি।এমনকি সম্প্রতি একটি অনুষ্ঠানে তার যোগ দেওয়ার সম্ভাবনার কথা শোনা গেলেও শেষ মুহূর্তে তা বাতিল হয়ে যায় পুলিশ সূত্রে খবর। চীনের বহু অনুষ্ঠানের পোস্টটা থেকে ছবি সরিয়ে নেওয়া হয়েছে জ্যাকের। কোথায় গেলেন তিনি? সেই প্রশ্নের উত্তর খুঁজছেন গোটা বিশ্বের শিল্পীমহল।

কমেন্ট বক্সে আপনার মতামত জানান

Post a Comment

নবীনতর পূর্বতন